News Link: https://dailylalsobujbd.com/news/1ur
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে বড় জয় পেয়েছে আওয়ামীপন্থী হিসাবে পরিচিত ‘নীল দল’ । ১৫টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয়লাভ করেছে দলটি। সবুজ দল থেকে একজন এবং স্বতন্ত্র হলুদ দল থেকে ৫ জন বিজয়ী হয়েছেন। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বুধবার সকাল থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়।
নীল দল থেকে নির্বাচিতরা হলেন- সভাপতি একেএম মাসুম বিল্লাহ, সহ-সভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (শ্রাবণ), সহ-সম্পাদক এ ইউ এম মান্না ভূঁইয়া ও মোহাম্মদ তৌফিকুর রহমান খান, কোষাধ্যক্ষ আফসানা চৌধুরী, দপ্তর সম্পাদক মো. সাগর সরকার এবং এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন প্রণয় রায় শুভ ও মোস্তাক আহমেদ।
সবুজ দল থেকে সহ-সভাপতির একটি পদে বিজয়ী হয়েছেন অমিতাভ চক্রবর্তী। হলুদ দল থেকে সাংগঠনিক সম্পাদক রামেন্দু দাস পলাশ, প্রচার সম্পাদক শাহ মো. ইয়াকিমুল আলম এবং সদস্য পদে মো. শাহরিয়ার রহমান সামস, সাবেকুন নাহার শিরিন ও আবিদ আলী মোগল জয়লাভ করেন।
আওয়ামীপন্থিদের এই বিজয়কে ঘিরে ব্যাংক খাতে ইতিমধ্যে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাতের ভোটে নির্বাচনে জয় পাওয়ার অভিযোগ থাকলেও দেশের কেন্দ্রীয় ব্যাংকে তারা জয় পেয়েছেন দিনের ভোটেই।
নাম প্রকাশ না করে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের সকল খাতে আওয়ামীপন্থিরা কোণঠাসা হয়ে পড়লেও বাংলাদেশ ব্যাংকে ভিন্ন চিত্র। অভিযোগ রয়েছে, সরকার পতনের পর অপরাধীদের সকল অপকর্মের তথ্য ধামাচাপা দিয়ে রেখেছে বিশেষ গোষ্ঠী।
উল্লেখ্য, ‘অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক থেকে নির্বাহী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের সর্বোচ্চ সংগঠন ।