চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) ঐতিহাসিক কালুর ঘাট বেতার কেন্দ্রের সামনে এ মানববন্ধন আয়োজন করে স্থানীয় যুবদল ও জনসাধারন।
মানববন্ধন থেকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ সকল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণে কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এর বহিষ্কার আদেশ প্রত্যাহার চেয়ে উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল এবং বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারন-সমর্থকরা। সেখানে বক্তারা বলেন, মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে মহানগর যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি একাধিক রাজনৈতিক নিপীড়নসহ পুলিশি হামলার শিকার হয়েছেন। দীর্ঘ সংগ্রামে তিনি যুবদলের একনিষ্ঠ কর্মী হিসেবে দলের নেতাকর্মীদের পাশে ছিলেন এবং তাদের আগলে রেখেছেন। জনতা ও দলের স্বার্থে বারবার কারা নির্যাতিত এ নেতার পদ ফিরিয়ে দেওয়ার আহবান জানান নেতাকর্মীরা। এরআগে কেন্দ্রীয় নেতারা রাঙ্গুনীয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময়, কেন্দ্রীয় যুবদলের নেতাদের উপস্থিতিতে চান্দগাঁও থানা যুবদলের নেতাকর্মী সমর্থকরা মোশাররফ হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহারের আবেদন জানায়। বক্তারা দাবি করেন, তার বিরুদ্ধে যে বহিষ্কার আদেশ দেয়া হয়েছে, তা পুনর্বিবেচনা করা উচিত। মানববন্ধন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই কর্মীবান্ধব নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহারের অনুরোধ জানানো হয়।
এর আগে, কেন্দ্রীয় যুবদলের কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে শিশু কিশোরদের মাঝে এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসাবে যোগ দেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ মহানগর ও চাঁদগা থানার নেতৃবৃন্দ।
এ মানববন্ধন থেকে যুবদল নেতারা মোশাররফ হোসেনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে এবং দলীয় নেতৃত্বের কাছে তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ২০২৪ (শনিবার) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে নগর যুবদলের প্রথম যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন এবং কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিনকে প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পদ থেকে বহিষ্কারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।" আগের দিন শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় একটি টার্ফে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদলকর্মী জুবায়ের উদ্দিন ওরফে বাবু (২৫) নিহত হন। তিনি নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের অনুসারী ছিলেন বলে জানা যায়। তবে. তার কর্মী সমর্থকদের দাবি এই ঘটনায় মোশারফ হোসেনের কোন সম্পৃক্ততা ছিলনা, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে।