চট্টগ্রাম মহানগরীর হাজারী গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, এসিড নিক্ষেপের ঘটনায় মহানগর যুবলীগ নেতা সুমন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নগরীর কোতোয়ালী থানার লাভ লেইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে চট্টগ্রামে যৌথবাহিনীর টাস্কফোর্স-৪-এর সদস্য মেজর রিজওয়ান জানিয়েছেন। গ্রেফতার সুমন চৌধুরী চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, এসিড নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন পরিকল্পনাকারী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। সুমন গত ৪ ও ৫ আগস্ট চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার উদ্দেশে হামলার ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় দায়ের হওয়া এক মামলার আসামি।
জানা গেছে, গত ৫ নভেম্বর মোল্লা স্টোরের ওসমান নামের এক ব্যবসায়ীর ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকার হাজারী গলিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ওপর এসিড নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। আহত হন পুলিশ ও সেনাবাহিনীর ১২ সদস্য। ওই রাতেই হাজারী গলিতে যৌথবাহিনীর অভিযানে ৮২ জনকে আটক করা হয়। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়শ জনকে আসামি করে মামলা হয়েছে।