News Link: https://dailylalsobujbd.com/news/1oX
পটুয়াখালীর মির্জাগঞ্জে উচ্চ ক্ষমতা সম্পন্ন ১ টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গোলাবারুদসহ মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহীনি অভিযান চালায় তার সুবিদখালী এলাকার নিজ বাসভবনে।
এ সময় তার বাসার পৃথক দুটি কক্ষ থেকে গোলাবারুদ ও পিস্তল উদ্ধার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত।
তিনি বলেন, উদ্ধারকৃত পিস্তল ও গোলাবারুদ আমেরিকার তৈরী। আটক ব্যক্তি ও অস্ত্র থানায় হস্তান্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সুনির্দিষ্ট বুদ্ধিমত্তার ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা বজায় রাখতে এবং আগ্নেয়াস্ত্রের সাথে জড়িত বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করার জন্য অনুরূপ অভিযান অব্যাহত থাকবে। অস্ত্রটি কীভাবে ব্যবহার করা হয়েছিল তা নির্ধারণের জন্য তদন্ত চলছে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।