News Link: https://dailylalsobujbd.com/news/8y
ঢাকাই শোবিজের পরিচিত মুখগুলো সম্প্রতি একই ফ্রেমে বন্দি হলেন। যারা সবাই একটি প্ল্যাটফরমের মাধ্যমে উঠে এসেছেন, নাম কামিয়েছেন। সোমবার রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বসেছিল জমকালো লাক্স আসর। ১০০ বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি সাজিয়েছিল তারা।
সেদিনের আয়োজনের কিছু স্থিরচিত্র ফেসবুকে শোভা পাচ্ছে। যেসব স্থিরচিত্রে একসঙ্গে বন্দি হয়েছেন- সুবর্ণা মুস্তাফা, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, ঈশিতা, বিদ্যা সিনহা মিম, আজমেরী হক বাঁধন, কুসুম শিকদার, মৌসুমী হামিদ, টয়া, পিয়া জান্নাতুল, মিম মানতাসা, শাম্মি ইসলাম নীলা প্রমুখ। এদিন সন্ধ্যায় পারফর্ম করেছেন বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, টয়াসহ অনেকেই। এ ছাড়া বর্ণিল এ আয়োজনে উপস্থিত ছিলেন নন্দিত নায়িকা চম্পা, তরুণ অভিনেত্রী সারিকা সাবাহ, গায়িকা নন্দিতা সহ অভিনয় ও সংগীতাঙ্গনের আরও অনেক শিল্পী।