News Link: https://dailylalsobujbd.com/news/1lR
বাংলাদেশের নারী ফুটবল দলকে সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাফুফে ভবনে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে, সাফজয়ীদের সাফল্যে সিক্ত বাংলাদেশ। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়াল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত আছেন।
বাংলাদেশ দল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে পিটার বাটলার এবং অধিনায়ক সাবিনা খাতুন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। পরে ছাদখোলা বাসে করে নারী দলকে বাফুফের দিকে নিয়ে যাওয়া হয়, যেখানে ফুটবলপ্রেমীরা তাদের অভিনন্দন জানাতে অপেক্ষা করছিলেন।
নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ দল। বাংলাদেশের নারীরা দেশকে গর্বিত করেছে। বাংলাদেশ দল এরই মধ্যে বিমানবন্দরে পৌঁছেছে। এদিকে নারী ফুটবলারদের বড় অর্থ পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ দল। গতবারও এই নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলার নারীরা।
এদিকে দেশে এসে পৌঁছেছে সাফজয়ী বাংলাদেশ নারী দল। তাদেরকে প্রথমে বিমানবন্দরে তাদের বরণ করে নিয়ে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নেয়া হয়েছে। টানা দুইবার শিরোপা জিতে নারী ফুটবল দল বাংলাদেশকে গর্বিত করেছে।
বিসিবি সভাপতি জানান, বোর্ডের সামর্থ্য বিবেচনা করে বোর্ডের অন্য পরিচালকদের সঙ্গে কথা বলে সাফজয়ী নারী ফুটবলারদের বড় অর্থ পুরস্কার দেয়ার চেষ্টা করবেন।