News Link: https://dailylalsobujbd.com/news/1lr
হবিগঞ্জ জেলার বাহুবল থানার ওয়াহিদ মিয়া হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছগির মিয়াকে ফেনী জেলার সোনাগাজী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর বাহুবল উপজেলার বাবনাকান্দি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ওয়াহিদ মিয়া (৩২) নিহত হন। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৬০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার নং ১৫/১২৯, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৪।
গ্রেফতারকৃত ছগির মিয়া (৪৫) ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। র্যাব-৭ জানায়, আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন।
ছগির মিয়াকে পরে হবিগঞ্জ জেলার বাহুবল থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। -প্রেস বিজ্ঞপ্তি।।