News Link: https://dailylalsobujbd.com/news/1lo
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লংগদু উপজেলা যুবদলের আয়োজনে স্থানীয় মাইনীমুখ বাজারে বিশাল রালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত র্যালিটি মাইনীমুখ বাজারের প্রধান সড়কটি প্রদক্ষিন করে অতপর র্যালিউত্তর এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশটি লংগদু উপজেলা যুবদলের সভাপতি জানে আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ইউনুচের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়বাদী দল রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি মোঃ আবু নাছির এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী যুবদল রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি সাদাত মোঃ আবু সাইম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লংগদু উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, জেলা যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল বারেক দেওয়ান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন লংগদু উপজেলা জাতীয়তাবাদী দলের নেতা শাহ আলম মুরাদ, আব্দুল হালিম, সাইফুল ইসলাম, মোঃ শাহজাহান প্রমুখ। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই সমাবেশে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডসমূহের নেতাকর্মীরা কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্যতন্ত্র ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় আমরা দেব না।
তারা আরো বলেন যুবদলের মধ্যে ঐক্যের কোন বিকল্প নাই। কারণ শহীদ জিয়ার আদর্শে গড়া যুবদলই দেশের আগামীর ভবিষ্যৎ। একইসাথে সদ্য বিদায়ী ফ্যাসিবাদী শক্তি যাতে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যাবহার করে লুটপাট, ব্যাংক ডাকাতি আর উন্নয়নের নামে আর কোনদিন ভাঁওতাবাজি করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং সাধারণ জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে সে কারণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।