News Link: https://dailylalsobujbd.com/news/1k3
সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে চমৎকার এক জয় পেয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লাল-সবুজ দলের তারকা তহুরা খাতুনের হ্যাটট্রিকে বাংলাদেশ ৭-১ গোলে জয়লাভ করে ফাইনালে জায়গা করে নেয়।
বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন দুইটি গোল করেন, এবং ঋতুপর্ণা চাকমা ও মাশুরা পারভীনও একটি করে গোল করেন। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ শুরু থেকেই আধিপত্য প্রতিষ্ঠা করে।
ম্যাচের সপ্তম মিনিটে ঋতুপর্ণা চাকমা দুর্দান্ত একটি গোল করেন। এরপর তহুরা খাতুন বক্সের বাইরে থেকে গোলের ব্যবধান বাড়ান। যদিও ভুটান একবার গোল শোধ করতে সক্ষম হয়, কিন্তু বাংলাদেশ এরপর ফের নিজেদের দাপট বজায় রেখে জয় নিশ্চিত করে।
৫৮ মিনিটে তহুরা হ্যাটট্রিক পূর্ণ করেন এবং ৭২ মিনিটে মাশুরা পারভীনের হেড গোল বাংলাদেশের জয়কে আরও বড় করে।
আজকেই আবার ভারত ও নেপালের দ্বিতীয় সেমিফাইনাল, এখন অপেক্ষা দ্বিতীয় সেমিফাইনালের ফলাফল। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সেই বিজয়ী দল হবে।