News Link: https://dailylalsobujbd.com/news/1jJ
বহুল আলোচিত নারীবাদী সাহিত্যিক, আলোচিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন শুক্রবার দিবাগত রাতে তার ভেরিফাইড ফেসবুকে বর্তমানে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করে লিখেছেন, শেখ হাসিনা বেশ চমৎকার আছেন। নিউ দিল্লির অভিজাত এলাকা লুটিয়েন্সে সরকার একটি ফার্নিসড বাংলো দিয়েছে তাঁকে। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে তাঁর বাংলো। লুটিয়েন্সের সরকারি বাংলোগুলো সাধারণত মন্ত্রীদের বা সংসদ সদস্যদের জন্য বরাদ্দ করা হয়। দু'মাসের বেশি হলো শেখ হাসিনা এই বাংলোতেই বাস করছেন।
শেখ হাসিনার উদ্দেশ্যে তসলিমা নাসরিন লিখেন, ‘বাংলাদেশে তিনি আর জনপ্রিয় নন বলে, তিনি আর ক্ষমতায় নেই বলে তাঁকে দূরে ঠেলে দেয়নি প্রতিবেশি দেশটি, অন্য দেশে আশ্রয় নেওয়ার জন্য চাপ দেওয়ার তো প্রশ্ন ওঠে না, বরং অত্যন্ত সম্মান এবং মর্যাদার সঙ্গে তাঁকে রেখেছে।’
তিনি উল্লেখ করেন, বাংলাদেশে তাঁর বিরুদ্ধে প্রচুর মামলা হয়েছে। গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। কিন্তু ভারত যতক্ষণ তাঁর পাশে আছে, ততক্ষণ মামলা মোকদ্দমা তাঁর টিকিটি স্পর্শ করতে পারবে না। যদিও আসামী আদান প্রদানের দ্বিপাক্ষিক চুক্তি আছে ভারত আর বাংলাদেশের মধ্যে, আমার মনে হয় ভারত সেই চুক্তি ভাঙবে এবার। হাসিনাকে কোনও বিপদের মধ্যে ভারত যেতে দেবে না। আওয়ামী লীগ যেন মনে রাখে বিপদের বন্ধু ভারতকে। তাদের তো আবার অভ্যেস আছে শিবিরে যোগ দেওয়ার, ভারতবিরোধী স্লোগান দেওয়ার।