জোরারগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ মাদক ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম (৩৬) নামের একজনকে মঙ্গলবার রাত ১২:৩০ টার দিকে একটি গ্রেফতার করেছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও সেকেন্ড অফিসার (এসআই) আরিফ হোসেন।
তিনি আরো জানান, ওসি স্যারের (অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার) নির্দেশনায় এসআই হান্নান আল মামুন সঙ্গীয় ফোর্স ২নং হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত তাজুল ইসলামের কাছ থেকে ৮০ লিটার মাদকদ্রব্যের পাশাপাশি একটি পুরাতন রেজিস্ট্রেশন বিহীন সিএনজি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা ও মাদকদ্রব্য বহনকাজে ব্যবহৃত পুরাতন রেজিঃ বিহীন সিএনজি, মূল্য অনুমান ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা বলেও জানান তিনি। এই মামলার বাদী এসআই হান্নান আল মামুন, মামলা নং ১৫/২৪ বলেও জানান তিনি।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা বৃদ্ধি ও মাদকমুক্ত এলাকা হিসাবে কার্যক্রমকে আরো শক্তিশালী করার প্রয়োজনে আমাদের মাদকবিরোধী তৎপরতা অব্যাহত থাকবে। মাদক আইনে এজাহার দাখিল করে আসামী তাজুল ইসলামকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।