ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। মডেলিং দিয়ে শোবিজে পা রাখা এই অভিনেত্রী বিভিন্ন নাটকে কাজ করে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি ‘প্রবাসীর স্ত্রী’ নাটক নিয়ে এক আলোচনায় তিনি জানান, এখন থেকে অভিনয়ে মনোযোগ দিতে চান না এবং নতুন পথে পা রাখতে চান।
অহনা বলেন, "আমি আর অহনা রহমান হিসেবে থাকতে চাই না। অনেকদিন কাজ করেছি, এবার নতুন কিছুতে মনোযোগ দিতে চাই।" ‘প্রবাসীর স্ত্রী’ নাটক প্রসঙ্গে তিনি বলেন, "বন্যার সময় নাটকটি মুক্তি পেয়েছে, কিন্তু দর্শকরা প্রশংসা করেছে।"
তিনি চরিত্রের মাধ্যমে সমাজের কিছু সমস্যার দিকও তুলে ধরেছেন। অহনা বলেন, "যারা বিদেশে থাকে, তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে। আমি এই নাটকে সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা করেছি।"
মোশারফ করিমের প্রতি তার শ্রদ্ধা জানিয়ে বলেন, "তিনি বাংলাদেশের সম্পদ। তার সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখেছি।"
‘প্রবাসীর স্ত্রী’ নাটকে অহনা গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তাকে শ্বশুরবাড়ির অত্যাচারের শিকার হতে দেখা যায়। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।