ইতালির রোমের একটি আদালত আলবেনিয়ায় ক্যাম্পে রাখা অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ১০ জন বাংলাদেশি এবং ২ জন মিসরীয় নাগরিককে ইতালিতে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে আলবেনিয়ার সরকারের মধ্যে হওয়া ৫ বছরের চুক্তিকে বড় বাধার সম্মুখীন করেছে।
আদালত বলেছে, এসব অভিবাসী নিরাপদ নয় এবং তাদের ইতালিতে ফিরিয়ে আনা উচিত। ইতালির সরকার আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করেছে। মেলোনি জানিয়েছেন, “কোন দেশ নিরাপদ, তা আদালতের বলবার বিষয় নয়; এটি সরকারের বিষয়।”
ইউরোপীয় ইউনিয়ন জানায়, চলতি বছরে ভূমধ্যসাগর দিয়ে অবৈধ অভিবাসনের সংখ্যা ৬৪ শতাংশ কমেছে। ইতালির সরকারের লক্ষ্য হলো তিন হাজার অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো, তবে বিরোধী দল এই পরিকল্পনার সমালোচনা করেছে।
শুক্রবার রোমের বিচারকরা বলেছেন, বাকী অভিবাসীদেরও ইতালিতে ফেরত পাঠানো উচিত, যদিও তাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদজি নিশ্চিত করেছেন যে, সরকারের অভিবাসন পরিকল্পনা আগামী দুই বছরে ইউরোপীয় আইনে পরিণত হবে।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের নেতারা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করতে কাজ করছেন। নতুন প্রস্তাব অনুযায়ী, যাদের সুরক্ষা প্রয়োজন, তাদের 'তৃতীয় নিরাপদ দেশে' সুরক্ষা দেওয়া হতে পারে।
ডাচ সরকারের অভিবাসন পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে, যেখানে আশ্রয়ের আবেদন বাতিল করা হলে তাদের উগান্ডায় পাঠানোর বিষয়টি উঠেছে। তবে উগান্ডার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।