গণফোরাম রাষ্ট্র সংস্কারের পর দ্রুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চাওয়ার কথা জানিয়েছে। দলের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সংলাপে এ দাবি জানান।
মন্টু বলেন, সংলাপে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা ও বাজার পরিস্থিতির বিষয়গুলো তুলে ধরা হয়। তিনি জানান, সিন্ডিকেট ভাঙতে হবে এবং দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি উল্লেখ করেন, “আমাদের জাতীয় স্বার্থে কাজ করতে হবে। বর্তমান সরকার জনগণের সরকার, তাই ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।” প্রধান উপদেষ্টা জনগণের সঙ্গে দরজা খোলার প্রতিশ্রুতি দিয়েছেন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মন্টু আরও জানান, সুষ্ঠু নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে এবং লিখিত প্রস্তাব আগামী দিনগুলোতে দেওয়া হবে।
গণফোরামের সদস্য সচিব মিজানুর রহমান সংলাপকে ফলপ্রসূ হিসেবে অভিহিত করে বলেন, নির্বাচনী ব্যবস্থা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।
এদিনের সংলাপে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের ৯ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। ভবিষ্যতে আরও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলবে, তবে আওয়ামী লীগসহ ফ্যাসিবাদী শাসনে অভিযুক্ত দলগুলোর আমন্ত্রণ নেই।