বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জাপান সফর শেষে দেশে ফিরেছেন। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) তিনি দেশে পৌঁছান।
জাপান সফরের সময় তিনি চিফ অব স্টাফ অব জাপান সেলফ ডিফেন্স ফোর্স, জেনারেল উচিকুরা হিরোয়াকির আমন্ত্রণে 'Air Force Forum in Japan (AFFJ)' এবং 'Indo-Pacific Air Chiefs Conference in Tokyo (InPACT)' অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সফরের মাধ্যমে তিনি বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন, যা বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং পেশাগত সহযোগিতার সুযোগ সম্প্রসারিত করবে।
এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তার স্ত্রী ও দুই সফরসঙ্গীসহ ১৪ অক্টোবর ঢাকা ত্যাগ করেন।