নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে ভারতের ক্রিকেট দল একটি বড় লজ্জার মুখে পড়েছে। তারা মাত্র ৪৬ রানে অলআউট হয়ে নিজেদের ঘরের মাঠে টেস্ট ইতিহাসে সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়েছে। এটি ভারতের সামগ্রিকভাবে তৃতীয় সর্বনিম্ন স্কোরও।
এর আগে ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ এবং ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে অলআউট হয়েছিল ভারত। বেঙ্গালুরুর প্রথম দিনটি বৃষ্টির কারণে ভেসে গেলেও, দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের পেসাররা ভারতীয় ব্যাটিংকে কঠোরভাবে চেপে ধরে। টিম সাউদির বলে রোহিত শর্মাকে ২ রানে বোল্ড করার পর থেকেই শুরু হয় ভারতীয় ব্যাটিংয়ের পতন।
ও’রুর্কি এবং ম্যাট হেনরির দুর্দান্ত বোলিংয়ের সামনে ভারত ৪৬ রানেই গুটিয়ে যায়। এই ইনিংসে পাঁচজন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন, যা টেস্ট ইতিহাসে ষষ্ঠবার ঘটলো।
লাঞ্চের আগেই ভারতের ৬ উইকেট পড়ে যায়। লাঞ্চের পর প্রথম বলেই রবিচন্দ্রন অশ্বিন গোল্ডেন ডাক মেরে আউট হন। ঋষভ পান্ত এবং যশস্বী জয়সওয়াল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ম্যাট হেনরি কুলদীপ যাদবকে আউট করে ভারতের ইনিংস শেষ করেন। ভারতের এই ব্যর্থতা নতুন একটি লজ্জার অধ্যায় হয়ে থাকবে।