বহুল আলোচিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নতুন পরিচয়ে ঢাকায় এসেছেন। মার্কিন জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেছেন তিনি। এই পরিচয়ে গত মঙ্গলবার ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেন।
এক্সিলারেট এনার্জির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিইও স্টিভেন কোবোস। ৩৩ বছরের কূটনৈতিক ক্যারিয়ারের শেষ পদে পিটার হাস ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। গত ২২ জুলাই বাংলাদেশ ছেড়ে ওয়াশিংটনে ফিরে যান তিনি।
কূটনৈতিক কাজে পিটার হাস বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু, এবং অংশগ্রহণমূলক নির্বাচনের উপর গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। ২০২২ সালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর মানবাধিকার ও বাকস্বাধীনতার মতো ইস্যুতে বাংলাদেশ সরকারের কাছে তিনি নিয়মিত বক্তব্য রেখেছেন।
ঢাকায় তাঁর দায়িত্ব পালনের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উদ্দেশ্য ও কূটনীতি নিয়ে বিভিন্ন বিশ্লেষণ হয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা প্রচারে পিটার হাসের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।