News Link: https://dailylalsobujbd.com/news/1gJ
মিরসরাই উপজেলার বিভিন্ন বাজারে শুক্রবার (১৭ অক্টোবর) সকালে একটি অভিযান পরিচালনা করা হয়েছে, যেখানে ৬০ কেজি ঝাটকা মাছ (ছোট ইলিশ) জব্দ করা হয়েছে এবং দুইজন মাছ বিক্রেতাকে আটক করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী অভিযান পরিচালনা করেন। আটককৃতদের প্রতি ১ হাজার টাকা করে জরিমানা করেন। এই অভিযানটি সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত করেরহাট, বড়তাকিয়া, মিঠাছরা এবং আবু তোরাব বাজারে পরিচালিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান, মিঠাছরা বাজার থেকে ৬০ কেজি ঝাটকা মাছ উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরার বাসিন্দা মানিক দাস (৫৩) ও নন্দলাল দাস (৫২)।
তিনি আরও জানান, ১৩ অক্টোবর থেকে ০৩ নভেম্বর পর্যন্ত ঝাটকা মাছ ধরা এবং বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাছ বিক্রির কারণে এই অভিযান পরিচালনা করা হয় এবং বিক্রেতাদের সতর্ক করা হয়।