বাংলাদেশ ক্রিকেটের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয়েছে। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে কোচের কাজ নিয়ে নানা আলোচনা চলছিল, বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতার পর। সম্প্রতি ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এই সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাথুরুর বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর মাত্র পাঁচ দিন আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হাথুরুসিংহের প্রথম মেয়াদ ছিল ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে। ওই সময়ে তিনি নিজেই পদত্যাগ করেছিলেন। ২০২৩ সালে তিনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোচ হন, যেখানে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে, বরাবরই তিনি চাপের মুখে ছিলেন।
দ্বিতীয় মেয়াদে হাথুরুর অধীনে বাংলাদেশ খেলেছে ১০টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি। টেস্টে তার রেকর্ড সমান ছিল, তবে ওয়ানডেতে ৩৫ ম্যাচের মধ্যে ১৩টি জয় এবং ১৯টি হার, যা হতাশাজনক। টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১৯টি ম্যাচ জিতলেও হেরেছে ১৫টি।
এখন দেখার বিষয়, বাংলাদেশ ক্রিকেটের নতুন কোচ কে হবেন এবং তারা কিভাবে আগামী ম্যাচগুলোতে পারফর্ম করবে।