স্টাফ রিপোর্টার: নতুন বিচারক প্যানেল মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগদান করেছেন। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী এই প্যানেলে অন্তর্ভুক্ত হন।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বুধবার (১৬ অক্টোবর) একটি সংবর্ধনা অনুষ্ঠান হবে এবং বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে বিচার কাজ শুরু হবে।
জুলাই-আগস্ট মাসে গণহত্যার বিচার কাজের প্রেক্ষাপটে, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রজ্ঞাপন জারি করে। এতে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারকে চেয়ারম্যান ও অন্য দুই বিচারপতিকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সদস্য মোহিতুল হক এনাম চৌধুরী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতির সমমর্যাদার সুবিধা পাবেন।