News Link: https://dailylalsobujbd.com/news/1ge
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৪) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এই সফরের সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির কৌশল এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। সফরকালে জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। ১১ দিন তিনি দেশের বাহিরে সরকারি সফরে থাকবেন।
আইএসপিআর জানায়, জেনারেল জামান আগামী ২৫ অক্টোবর ২০২৪ তারিখে দেশে ফেরার পরিকল্পনা করেছেন।