চট্টগ্রামের মিরসরাই উপজেলা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -৭) অভিযান পরিচালনা করে ৬৩.৫ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন (৩৫) -কে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট পৌরসভাস্থ বাস কাউন্টার মার্কেট এলাকায় মাদকদ্রব্য বহনের দায়ে ইকবালকে আটক করা হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৪) তারিখে র্যাব-৭, সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত ইকবাল পালানোর চেষ্টা করলেও তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার হেফাজত থেকে ০৭টি কার্টনে মোড়ানো ১২৭ বান্ডেল গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইকবালের দেয়া তথ্য মতে র্যাব-৭ জানান, তিনি (ইকবাল) খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে সস্তায় গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তাকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানার পুলিশ হেফাজতে সোপর্দ করা হয়েছে। র্যাব- ৭ লিগ্যাল এন্ড মিডিয়া শাখার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
মাদক বিরোধী অভিযানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে, তবে সমাজে মাদকদ্রব্যের বিস্তার উদ্বেগের বিষয় হিসেবে রয়ে গেছে।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) আরিফ হোসেন জানান র্যাব ফেনী ক্যাম্প থেকে ৬৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যাবসায়ীকে গতরাতে থানায় হস্তান্তর করে। আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য আজ (মঙ্গলবার) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।