মিরপুর-১০ মেট্রোস্টেশন মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে পুনরায় কার্যক্রম শুরু করেছে। ৮৮ দিনের বন্ধ থাকার পর স্টেশনটি চালু হওয়ায় কর্তৃপক্ষ ও যাত্রীরা আনন্দিত।
সকাল বেলায় স্টেশনে যাত্রীদের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জানান, অনেকেই জানেন না যে স্টেশনটি আবার চালু হয়েছে, তাই যাত্রীসংখ্যা কম। তবে তিনি আশা প্রকাশ করেন, ধীরে ধীরে যাত্রীর চাপ বাড়বে।
সোমবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রো ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে স্টেশনটির পরিচালনা সফল হয়েছে, যার ফলে মিরপুর-১০ স্টেশনটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে।
গত ১৯ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায়, যার ফলে স্টেশন দুটি বন্ধ হয়ে যায়। কাজীপাড়া স্টেশন ২০ সেপ্টেম্বর মেরামত করে পুনরায় চালু হয়। মিরপুর-১০ স্টেশনটি দ্রুত মেরামত করা হয়েছে যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে।
উল্লেখ্য, ছাত্র আন্দোলনের পর মেট্রোরেল ৩৭ দিন বন্ধ ছিল এবং ২৫ আগস্ট থেকে পুনরায় চলাচল শুরু হয়েছে।