রাজধানী ঢাকা থেকে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত ৮টার দিকে ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মো. তালেবুর রহমান।
রাজনৈতিক প্রেক্ষাপট ও মন্ত্রীত্ব : ড. আব্দুর রাজ্জাক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি টাংগাইল-১ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।
ফারুক খানও গ্রেপ্তার :
এছাড়া, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকেও গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে এবং পরে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
এই ঘটনাগুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করছে, যেখানে সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।