বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি তিনি হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন।
আজ (১৪ অক্টোবর) সন্ধ্যায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি জানান, এই মাসের মধ্যে ট্রাইব্যুনালের বিচারপতিরা কার্যক্রম শুরু করতে পারেন।
আইন উপদেষ্টা আরো বলেন, "আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনে কাজ করছি। নতুন সংশোধনীর মাধ্যমে আসামিপক্ষের জন্য বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অবজার্ভার হিসেবে থাকার অনুমতি এবং ডিজিটাল সাক্ষ্যের গ্রহণযোগ্যতা বাড়ানো হয়েছে।"
তিনি উল্লেখ করেন, "বর্তমান পরিস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হবে এবং সংশোধনী প্রক্রিয়া চলতে থাকবে। জুলাই-আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত যেসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের গ্রেপ্তার করা হয়নি, তবে পলাতকদের বিচার করার সুযোগ আইন দ্বারা নিশ্চিত করা হয়েছে।"