সাংবিধানিক সংস্কারের উদ্দেশ্যে গঠিত অন্তর্বর্তী সরকারী সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা ১৩ অক্টোবর সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন সদস্য অংশগ্রহণ করেন, যদিও সদস্য ড. শরীফ ভুইয়া ভ্রমণে থাকায় উপস্থিত হতে পারেননি।
সভায় শুরুতে শহিদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আত্মদানকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। কমিশন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের দ্রুত আরোগ্য চায়।
কমিশনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং শিগগিরই একটি ই-মেইল একাউন্ট ও ওয়েবসাইট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে কমিশনের জন্য কার্যালয় স্থাপনের কাজ চলছে এবং পরবর্তী বৈঠক ২১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে।