শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস জানান, এই উৎসব তার জন্য এক বিশেষ অনুভূতি নিয়ে আসে। মা হারানোর কারণে পূজার আনন্দের মধ্যে একাকীত্ব ভর করে তার মনে। অপু বলেন, "মা নেই বলে পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকার হয়ে যায়।" তিনি মায়ের ভালোবাসা এবং অনুপ্রেরণার কথা স্মরণ করে জানান, মা ছাড়া পূজার আনন্দ কখনো অনুভব করা সম্ভব নয়।
পূজা কিভাবে কাটাচ্ছেন জানতে চাইলে অপু জানান, অষ্টমীর দিনে তিনি অঞ্জলি দিয়েছেন এবং পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন। এছাড়াও, তিনি তাঁর ছেলেকে নিয়ে আনন্দ করার চেষ্টা করছেন। এবারের পূজায় পরিবারকে সুন্দর উপহার দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
সম্প্রতি অপু নতুন একটি অনুষ্ঠানে উপস্থাপনা শুরু করেছেন, যা তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।