দুর্গোৎসব উপলক্ষে সরকার কর্তৃক অনুমোদিত ২ হাজার ৪২০ টন ইলিশের বিপরীতে, ২৫ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ভারতে রপ্তানি করা হয়েছে মাত্র ৫৩৩ টন। ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশে ইলিশের সংকট এবং দামের বৃদ্ধি রপ্তানিতে বাধা সৃষ্টি করেছে।
বেনাপোল স্থলবন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গত ২৫ সেপ্টেম্বর ৪৯ রপ্তানিকারককে ইলিশ রপ্তানির ছাড়পত্র দেওয়া হয়, কিন্তু এর মধ্যে ৪৮ জনকে ৫০ টন এবং একজনকে ২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। বর্তমানে রপ্তানি করা ইলিশের মোট মূল্য ৫৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৬৩ কোটি ৯৬ লাখ।
অন্যদিকে, ২০২২-২৩ অর্থবছরে ৬৬৩ টন ইলিশ রপ্তানি করা হয়েছিল, কিন্তু এ বছর রপ্তানির অনুমোদিত পরিমাণ পূর্ণ করা সম্ভব হয়নি। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যানুযায়ী, গত পাঁচ বছরে ভারতে মোট ৫ লাখ ৩০ হাজার টন ইলিশ রপ্তানি হয়েছে।
এছাড়া, আগামী ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ইলিশ ধরা, মজুত ও বিপণন নিষিদ্ধ থাকবে। বর্তমানে প্রতি কেজি ইলিশ গড়ে ১০ মার্কিন ডলারে রপ্তানি হচ্ছে, যা দেশের বাজারে ১ হাজার ১৮০ টাকারও বেশি।