দুর্গাপূজার নবমী ও দশমী আজই উদযাপিত হচ্ছে, এবং এই উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিদায়ের বিষাদ ছড়িয়ে পড়েছে। একই দিনে নবমী ও দশমীর পূজা অনুষ্ঠিত হওয়ার ফলে ভক্তরা দেবী দুর্গাকে হাসিমুখে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন।
নবমীর পূজা গতকাল সকাল ৬টায় শুরু হয়ে ছিল। পুণ্য তিথিতে দেবী দুর্গার আরাধনায় মণ্ডপগুলো সাজানো হয়েছে। বিশেষ করে, সন্ধিপূজা আয়োজন করে ভক্তরা দেবী চামুণ্ডার পূজা সম্পন্ন করেন।
এ বছর, ভারী বৃষ্টির মধ্যেও ভক্তরা পূজায় অংশগ্রহণ করেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে নবমীর বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। দশমীর পূজার প্রস্তুতি হিসেবে ভক্তরা সিঁদুর খেলা ও দেবীকে মিষ্টি দান করেন।
দশমীর দিন, বিবাহিত নারীরা সিঁদুর খেলার মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানান। এ উৎসবের মাধ্যমে তারা একে অপরকে সিঁদুর মাখিয়ে স্বামীর মঙ্গল কামনা করেন।
আগামীকাল, অর্থাৎ রবিবার, অনুষ্ঠিত হবে প্রতিমা বিসর্জন। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে বিজয়া শোভাযাত্রা বের হয়ে সদরঘাটে প্রতিমা বিসর্জনের আয়োজন করবে।
উৎসবের শেষে দেবী দুর্গার সঙ্গে বিদায়ের সুর বেজে ওঠে, তবে ভক্তদের বিশ্বাস, মা আগামী বছর আবার ফিরে আসবেন।