জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান সিলেটে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে বলেছেন, ‘আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে মসজিদের মতো মন্দিরেও পাহারার প্রয়োজন হবে না।’ তিনি ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ছাত্র-জনতার সংগ্রামের ফলস্বরূপ উল্লেখ করে বলেন, ‘ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে।’
সমাবেশটি দক্ষিণ সুরমার কুশিয়ারা কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামী সিলেট মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘২০০৯ সালের বিডিআর বিদ্রোহে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সফল হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা চাই সৎ শাসন এবং আল্লাহর আইন বাস্তবায়ন করতে, যেখানে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।’ জামায়াতের আমীর সংখ্যালঘু-সংখ্যাগুরুর মধ্যে ভেদাভেদ না চান বলে উল্লেখ করে বলেন, ‘দেশের সম্প্রীতি নষ্ট করতে কেউ আসলে আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবো। দেশকে ভালোবাসতে হলে আমাদের নিজেদেরও পরিবর্তন করতে হবে।’
তিনি আরো বলেন, ‘দেড় বছরের শিশুরা থেকে ৭০ বছরের বৃদ্ধরা রাজপথে নেমেছেন, এমন জাতিকে আর দমিয়ে রাখা সম্ভব নয়।’