জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। এ উপলক্ষে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সংস্থাটিকে অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি জানান, "২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তিতে নিহন হিদানকিও-কে অভিনন্দন। পারমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তির প্রতি তাদের অটল প্রতিশ্রুতি আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতা থেকে বিশ্বকে রক্ষা করতে তাদের প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। সংস্থাটির সাহস ও উৎসর্গের জন্য ধন্যবাদ। আবারও উষ্ণ অভিনন্দন।"
বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়েজিয়ান নোবেল কমিটি নিহন হিদানকিওর নাম ঘোষণা করে। এই সংগঠনটি হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে থাকা মানুষের প্রতিনিধিত্ব করে।
মনে রাখা প্রয়োজন, ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য শান্তি পুরস্কারে ভূষিত হন।