অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, "সংবিধান এখন বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে।" তিনি বলেন, তরুণরা গ্রাফিতির মাধ্যমে নিজেদের প্রত্যাশা ও কল্পনার বাংলাদেশকে তুলে ধরেছে।
গত শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত ‘রক্তাক্ত ৩৬ জুলাই’ গ্রাফিতি প্রদর্শনী ও বিপ্লবের লাল কবিতা পাঠ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও জানান, বিজয়ের পর থেকেই বিভিন্ন জায়গায় ভাগ-বাটোয়ারার প্রক্রিয়া শুরু হয়েছে। যারা আন্দোলনে অংশ নিয়েছিল, তাদের আকাঙ্ক্ষা পূরণ করা এখন আমাদের দায়িত্ব। যদি তা না করা হয়, তাহলে জনগণ আবার সরকারের বিপক্ষে দাঁড়াতে পারে। তিনি অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অবস্থার উন্নতি না হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্ঠানে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।