চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশন করায় পুলিশ দুই শিল্পীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, পূজা উদযাপন কমিটির সদস্য সজল দত্তের আমন্ত্রণে সেখানে গান পরিবেশন করা হয়েছিল।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় শিল্পী গতকাল সেখানে ইসলামী গান পরিবেশন করেন।
একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পুলিশ পরে শহীদুল করিম ও মো. নুরুল ইসলাম নামে দুই শিল্পীকে গ্রেপ্তার করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে।
সিএমপির উপপুলিশ কমিশনার রইছ উদ্দিন বলেন, দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, কিন্তু গানগুলোর শব্দচয়ন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি জানান, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে এবং সজল দত্তকেও খোঁজা হচ্ছে।
চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামান বলেন, গান দুটি সম্প্রীতির প্রতীক।