১১ অক্টোবর, ২০২৪: নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হয়েছে যে জাপানি সংস্থা নিহন হিদানকিওকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হবে। নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে এবং উল্লেখ করে যে এই পুরস্কার দেয়া হয়েছে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য।
নিহন হিদানকিও, যা হিবাকুশা হিসেবে পরিচিত, হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের শিকার ব্যক্তিদের একটি তৃণমূল আন্দোলন। তাদের লক্ষ্য হচ্ছে পারমাণবিক অস্ত্রের বিপদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এটি কখনোই ব্যবহৃত না হওয়ার প্রত্যয় প্রতিষ্ঠা করা।
নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের জন্য মোট ২৮৬ জন প্রার্থী ছিলেন, যার মধ্যে ১৯৭ জন ব্যক্তি এবং ৮৯টি সংস্থা অন্তর্ভুক্ত ছিল। ১৯০১ সাল থেকে নোবেল শান্তি পুরস্কার ১১৪ বার প্রদান করা হয়েছে, যার মধ্যে ১৪২ জন পুরস্কার বিজয়ী।
এ বছরের অন্যান্য নোবেল পুরস্কারের ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে। চিকিৎসাশাস্ত্রে পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানীরা ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকান। পদার্থবিজ্ঞানে পুরস্কার পেয়েছেন জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন। এছাড়া, রসায়নে ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন এম. জাম্পার পুরস্কার পেয়েছেন। সাহিত্য পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার হান কাং।
নোবেল পুরস্কারের অর্থ ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়। আগামী ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কারের ঘোষণার মাধ্যমে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা কার্যক্রম শেষ হবে