সাহিত্যে নোবেল পুরস্কার ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাংকে প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ১টায় সুইডেনের স্টকহোমে এই ঘোষণা করেন রয়্যাল সুইডিশ একাডেমির সেক্রেটারি জেনারেল, প্রফেসর হ্যান্স এলেগ্রেন।
২০২৩ সালে নোবেল পুরস্কার পান নরওয়ের নাট্যকার ইয়োন ফসে, যিনি তার লেখায় গভীর অনুভূতি ও চিন্তার প্রকাশ ঘটিয়েছেন।
প্রথমবারের মতো ১৯০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফরাসি কবি সুলি প্রুদোম। পুরস্কার ঘোষণার বিস্তারিত তথ্য নোবেলপ্রাইজের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং ঘোষণা চলাকালীন হড়নবষঢ়ৎরুব.ড়ৎম ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা ৭ অক্টোবর থেকে শুরু হয়। চিকিৎসাবিজ্ঞানে দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকানকে, পদার্থবিজ্ঞানে জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টনকে, এবং রসায়নে ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পারকে পুরস্কৃত করা হয়।