News Link: https://dailylalsobujbd.com/news/1e8
জম্মু-কাশ্মীরের নির্বাচনে বিজেপির ভরাডুবি ঘটেছে, যদিও তারা রাজ্যে উপস্থিত। ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ৯০ আসনের মধ্যে ৪৯টিতে জয়লাভ করেছে, যেখানে বিজেপি ২৯টিতে জয় পায়।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে আগামী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছে এই জোট। এনসির প্রার্থীরা ৫৬টি আসনে অংশ নিয়ে ৪২টিতে জয়ী হয়েছে, অপরদিকে কংগ্রেস ৩৯টি আসন থেকে মাত্র ৬টি আসনে জয়ী হয়।
বিজেপির অধিকাংশ জয় জম্মু অঞ্চলে হলেও, তাদের পাঁচ বছরের কাশ্মীর নীতি ভোটারদের কাছে প্রত্যাখ্যাত হয়েছে।
সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) মাত্র ৩টি আসন পেয়েছে, এবং আম আদমি পার্টি (এএপি) একটি আসনে জয়লাভ করেছে, যা তাদের জন্য উল্লেখযোগ্য বলে ধরা হচ্ছে।
এনসির পাশাপাশি সিপিআইএমও কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে একটি আসন জয়ী হয়েছে, এবং পিপলস কনফারেন্সও একটি আসনে জয়ী হয়েছে।
নির্বাচনের ফলাফল মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল থেকে গণনা শুরু হয়।