News Link: https://dailylalsobujbd.com/news/1dY
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে অর্ন্তবর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ ছুটির সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা এবং এ সম্পর্কিত সেবায় নিয়োজিত কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।
এছাড়া হাসপাতাল এবং জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীরা এবং চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও এই ছুটির আওতার বাইরে থাকবে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে, এবং আদালতের কার্যক্রমের জন্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।