News Link: https://dailylalsobujbd.com/news/1dU
সরকারি সিদ্ধান্ত: বাজার পরিস্থিতি ও মূল্য স্থিতিশীলতার লক্ষ্যে ৭টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ৫০ লাখ ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে দৈনিক প্রায় ৫ কোটি পিস ডিমের চাহিদা রয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আমদানির অনুমতি দেওয়া হয়েছে, যা আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কার্যকর থাকবে। আমদানিকারকদের প্রয়োজনীয় শর্তাদি মেনে কার্যক্রম গ্রহণ করতে হবে। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো:
মেসার্স মীম এন্টারপ্রাইজ: ১ কোটি পিস
মেসার্স তাওসিন ট্রেডার্স: ১ কোটি পিস
মেসার্স সুমন ট্রেডার্স: ২০ লাখ পিস
আলিফ ট্রেডার্স: ৩০ লাখ পিস
হিমালয়: ১ কোটি পিস
মেসার্স প্রাইম কেয়ার বাংলাদেশ: ৫০ লাখ পিস
মেসার্স জামান ট্রেডার্স: ৫০ লাখ পিস
এ উদ্যোগের উদ্দেশ্য হলো বাজারে ডিমের সরবরাহ নিশ্চিত করা ও মূল্য স্থিতিশীল রাখা।