News Link: https://dailylalsobujbd.com/news/1dR
গুলিতে বিএনপি কর্মী মকবুলের মৃত্যুর ঘটনায় পল্টন থানার মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেছে আদালত। এছাড়া খিলগাঁও থানার দুটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলাতেও জামিন মঞ্জুর হয়েছে। আইনজীবী মোর্শেদ আলম শাহীন জানিয়েছেন, তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তিতে কোনো বাধা নেই।
মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জামিন শুনানি শেষে এই আদেশ দেন। ৫ দিনের রিমান্ডে পুলিশ তাকে আদালতে হাজির করে। তদন্তকারী কর্মকর্তা জানান, সাবের শারীরিক অসুস্থতায় জিজ্ঞাসাবাদে সঠিক উত্তর দিতে পারছেন না।
রোববার (৬ অক্টোবর) গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আন্দোলনের সময় ঘটনার সূত্রপাত হয়, যখন আসামিরা বিএনপির সমাবেশে ভাঙচুর করে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মকবুল আহত হয়ে হাসপাতালে মারা যান, যার ফলে পল্টন থানায় হত্যা মামলা দায়ের করা হয়।