News Link: https://dailylalsobujbd.com/news/1dD
নোবেল পুরস্কার পাওয়ার সাথে সাথে বিজয়ীরা যে সম্মান ও খ্যাতি অর্জন করেন, তার পাশাপাশি তারা অর্থ পুরস্কারও পান। কিন্তু প্রশ্ন হলো, এ অর্থের পরিমাণ আসলে কত?
১৯০১ সাল থেকে আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। প্রথম দিকে বিজয়ীরা পেতেন দেড় লাখ ক্রোনা। সময়ের সাথে সাথে এই পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। ২০০১ সালে প্রথমবারের মতো এই পুরস্কারের পরিমাণ এক কোটি ক্রোনা হয়।
এ বছরের জানুয়ারিতে, নোবেল বিজয়ীরা এখন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ৯ লাখ ৮৬ হাজার ডলার) পাবেন, যা গত বছরের তুলনায় ১০ লাখ ক্রোনা বেশি। তবে ২০১২ সালে ফাউন্ডেশনের তহবিল সংকটের কারণে পুরস্কারের পরিমাণ কমে ৯০ লাখ ক্রোনায় নেমে আসে।
সুইডিশ ক্রোনার মুদ্রাস্ফীতির কারণে, নোবেল পুরস্কারের এই নতুন পরিমাণের আন্তর্জাতিক মূল্য পূর্বের মতো বাড়েনি। বাংলাদেশি মুদ্রায়, ১ কোটি ১০ লাখ ক্রোনার মূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা।
নোবেল বিজয়ীরা অনেক সময় এই পুরস্কারের অর্থ দাতব্য কাজে দান করে দেন, যা তাদের মানবিক দায়িত্ববোধের পরিচয় দেয়।