News Link: https://dailylalsobujbd.com/news/1di
রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান আটকাদেশের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবির একটি দল সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি ঢাকা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রিসভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিবের দায়িত্বেও ছিলেন।