News Link: https://dailylalsobujbd.com/news/1dd
জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবার সাম্প্রতিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সিমরিন, যিনি প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি, প্রায়ই বিভিন্ন ভিডিওর মাধ্যমে নেটিজেনদের নজরে আসেন।
এদিকে, একটি সাক্ষাৎকারে লুবাবা যখন ‘কেন্দে দিয়েছি’ বলেন, তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ট্রলের ঘটনা শুরু হয়। ছোটবেলা থেকেই দাদার অনুপ্রেরণায় তিনি ক্যামেরার সামনে কাজ করছেন এবং বিজ্ঞাপনেও নিয়মিত উপস্থিতি রয়েছে। তবে, ট্রল তো বটেই, তার বিরুদ্ধে অভিযোগও উঠেছে। সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদের সঙ্গে সাক্ষাৎ করে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও করেছেন লুবাবা।
সম্প্রতি, পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নিজেকে তুলনা করে লুবাবা একটি ২০ সেকেন্ডের ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, "আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো। আসলেই কি তাই?" ভিডিওতে হানিয়ার ক্লিপের সঙ্গে তার ভিডিও জুড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে নেটিজেনরা মন্তব্য করেছেন, যেমন মিশিকা লিখেছেন, "লুবাবা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। তবে হানিয়া আমিরের মতো ডিম্পল ও ব্রেইন নাই।" সজীব দাসের মন্তব্য, "তুমি খুব সুন্দর, কিন্তু যদি সঠিক সময়ে নিজেকে প্রকাশ করত, তবে আরো প্রশংসা পেতা।"
এবার দেখার বিষয় হলো, লুবাবা কি এই ট্রলগুলোকে উপেক্ষা করে তার ক্যারিয়ারে এগিয়ে যেতে পারেন?