News Link: https://dailylalsobujbd.com/news/1d6
মিরসরাইয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জামায়াতে ইসলামী একটি মতবিনিময় সভার আয়োজন করেছে। শনিবার সকালে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে দুর্গাপুর ইউনিয়ন জামায়াত।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের বায়তুল মাল সম্পাদক আবদুল গফুর। তিনি বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সামাজিক সম্প্রীতিতে বিশ্বাসী এবং ধর্মীয় সহনশীলতা আমাদের দেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি পূজা উদযাপনের জন্য জামায়াতের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের কর্মকর্তাগণসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের বিষয়েও।
এই মতবিনিময় সভা ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের নতুন উদাহরণ সৃষ্টি করেছে, যা আগামী দিনগুলোতে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ প্রশস্ত করবে।