News Link: https://dailylalsobujbd.com/news/1d0
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে দেশে ৩২ হাজার ৬৬৬টি পূজামণ্ডপে ২ লাখ ১২ হাজার ১৯২ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি জানান, আনসার সদস্যরা ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। নিরাপত্তার কারণে বিভিন্ন মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে ৮ জন, গুরুত্বপূর্ণ মণ্ডপে ৬ জন এবং সাধারণ মণ্ডপে ৬ জন আনসার সদস্য মোতায়েন করা হবে।
এছাড়া, বিশেষভাবে গুরুত্বপূর্ণ ১৫ হাজার ৩২টি মণ্ডপে ৫৩ হাজার ১৪৮ জন আনসার-ভিডিপি সদস্য ৬ ও ৭ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। প্রথমবারের মতো ব্যাটেলিয়ন আনসাররা মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে, যার জন্য ৬৪টি জেলায় ৯২টি টিম গঠন করা হয়েছে।
মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা উৎসব সুষ্ঠুভাবে উদযাপন সম্ভব হবে। তিনি নাগরিকদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য প্রদান করে সহায়তার আহ্বান জানান।
মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক স্থানে তা হয়নি, ফলে সেসব স্থানে আনসার সদস্যদের দায়িত্ব বাড়ানো হবে। ভিডিও মাধ্যমে তথ্য সংগ্রহের নির্দেশনাও দেওয়া হয়েছে যাতে গুজব ছড়ানো না হয়।