News Link: https://dailylalsobujbd.com/news/1cU
ফেনীতে ৪ঠা অক্টোবরে নিহত তিনজনের পরিবারকে ফেনী জেলা জামায়াতের পক্ষ থেকে শনিবার (৫ই অক্টোবর) ফের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য একেএম শামছুদ্দিন সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারী গ্ৰামের শহীদ জাকির হোসেন সাকিব, দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর গ্ৰামের সরোয়ার জাহান মাসুদ ও ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্ৰামের ইসতিয়াক আহমদ শ্রাবন এর পরিবারের হাতে নগদ একলাখ টাকা করে তুলে দেন।
এর আগেও প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হয়েছিল। আবার সকল পরিবারকে সমপরিমাণ অর্থ সহায়তা দেয়া চলছে। আজ যে তিনজনকে সহায়তা প্রদান করা হয়েছে তাঁরা সবাই ছাত্রশিবিরের নেতাকর্মী ছিলেন।
এসময় জেলা আমীরের সাথে আরো ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবদুর রহিম,জেলা প্রচার সেক্রেটারী আনম আবদুর রহিম সহ অন্যান্যরা।