News Link: https://dailylalsobujbd.com/news/1cP
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম সম্প্রতি এক সমাবেশে বলেছেন, "যে আদর্শে হাজারো ভাই-বোন জীবন দিয়েছেন, সেই আদর্শকে গোষ্ঠীগত স্বার্থের জন্য নষ্ট হতে দেওয়া যাবে না।" তিনি তার ফেসবুক পেজে এ বক্তব্যের একটি ভিডিও শেয়ার করেন।
সারজিস অভিযোগ করেন, "গত ১৬ বছরে ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বহু মানুষকে হয়রানি করা হয়েছে। এসব অন্যায়ের প্রতিটির বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে।" তিনি যোগ করেন, "যারা ছাত্র-জনতাকে অবমূল্যায়ন করে, তাদের আশ্রয় দিলে তারা সবচেয়ে বড় শত্রুকে আশ্রয় দিয়েছে।"
তিনি দেশের পররাষ্ট্রনীতির বিষয়ে বলেন, "দেশের মানুষই তা নির্ধারণ করবে। যদি বর্তমান শাসকরা বিদেশে ঘুরে বেড়ান, তবে আমাদের পররাষ্ট্রনীতি তাদের ভিত্তিতে গড়া হবে।"
সারজিস জানান, "শহীদদের কথা মনে রেখে আমাদের একত্রিত হতে হবে। কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে বিভাজন সৃষ্টি করছে।" তিনি ফ্যাসিস্টদের বিরুদ্ধে ছাত্র-জনতাকে সজাগ থাকার আহ্বান জানান এবং বলেন, "যদি তারা সুযোগ পায়, তাহলে সবাইকে বন্দিশালায় কাটাতে হবে।"
তিনি সকলকে দেশের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, যেন ছাত্র-জনতা একসাথে দুর্বলের বিরুদ্ধে দাঁড়াতে পারে।