News Link: https://dailylalsobujbd.com/news/1cO
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বিয়ের জন্য ব্যাংকগুলোকে সহজ ঋণ দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। তিনি মনে করেন, ২৪-২৫ বছর বয়স বিয়ের জন্য সবচেয়ে উপযুক্ত সময়।
ফেসবুকে লিখেছেন, "দুঃখজনক হলেও সত্যি, ছাত্র আন্দোলনের অনেক নেতা এখনো ব্যাচেলর। বাস্তবতায় বিয়ের জন্য ভীষণ ব্যয়বহুল হয়ে উঠেছে, ফলে তরুণেরা সময়মতো বিয়ে করতে পারছে না।"
আসিফ আরও বলেন, "সোনার দাম বেড়ে গেছে এবং সামাজিক খরচের কারণে তরুণদের বিয়ে করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই রাষ্ট্রীয়ভাবে একটি পদ্ধতি তৈরি করতে হবে, যাতে ব্যাংক ঋণ দিতে পারে এবং সেটি ধীরে ধীরে পরিশোধের ব্যবস্থা থাকে।"
তিনি তাঁর সন্তানদের বিয়ের বিষয়ে উল্লিখিত করে বলেন, "২০২৬ সালের শুরুতেই আমার ছোট ছেলের বিয়ে দেব, ইনশাআল্লাহ।" আসিফের পোস্টে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।