News Link: https://dailylalsobujbd.com/news/1cL
ঢাকা সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার (৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন যে, টিকিটের জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিককে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
তিনি জানান, প্রথম পর্যায়ে মালয়েশিয়ায় ১৮ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই সফরে, ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন যে, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে এবং চলমান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। এছাড়া, বাংলাদেশি কর্মসংস্থান ও ভিসা সহজীকরণের ব্যাপারেও আলোচনা করা হয়েছে।
আনোয়ার ইব্রাহিম বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার দেওয়া হয় এবং দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। তাঁর সফরসঙ্গী হিসেবে ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।