News Link: https://dailylalsobujbd.com/news/1cJ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আরো জনশক্তি পাঠানোর জন্য মালয়েশিয়ার সরকারের সহযোগিতা কামনা করেছেন। তিনি আজ বঙ্গভবনে সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ আবেদন জানান।
সাক্ষাতে, রাষ্ট্রপতি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির দ্বিতীয় বৃহত্তম গন্তব্য এবং এ শ্রমশক্তি দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের ‘অর্থনীতি সংস্কার’ কর্মসূচিতে মালয়েশিয়া সরকারের সহযোগিতাও চেয়েছেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়, যেমন বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু এবং শ্রমবাজারসহ আরও অনেক বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রপতি আসন্ন ২০২৫ সালে মালয়েশিয়ার আসিয়ান সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, মালয়েশিয়ার নেতৃত্বে আঞ্চলিক শান্তি ও বাণিজ্য বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার সরকারের কারিগরি সহযোগিতার আশ্বাস দেন, যা বাংলাদেশের বিভিন্ন সংস্কার কার্যক্রমে সহায়ক হবে। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান।