News Link: https://dailylalsobujbd.com/news/1cH
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার ঢাকা সফরে এসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেছেন। হযরত শাহজালাল বিমানবন্দরে অনুষ্ঠিত এই বৈঠকে অধ্যাপক ইউনূস জানান, তিনি তার পুরনো বন্ধু আনোয়ারকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।
বৈঠকে অধ্যাপক ইউনূস ছাত্র নেতৃত্বের বিপ্লব, জনগণের আত্মত্যাগ এবং পূর্ববর্তী সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরেন। তিনি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথাও উল্লেখ করেন।
দুই নেতা তাদের বন্ধুত্বের প্রতীক হিসেবে একই গাড়িতে চড়ে বৈঠকের স্থানে পৌঁছান। আনোয়ার ইব্রাহিম শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকায় পৌঁছান।